বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও পারভেজ মাহমুদ অপুর বিচ্ছেদের খবরটি প্রকাশ্যে আসে। মাহি ডিভোর্স হয়েছে বললেও অপু বলেছিলেন, আইনি প্রক্রিয়া শুরু হয়নি।
এবার দাম্পত্য জীবনের জটিলতা কাটিয়ে কাজে সরব হচ্ছেন মাহি। শাপলা মিডিয়ার ব্যানারে ‘আর্তনাদ’ নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। মাহির বিপরীতে দেখা যাবে নায়ক সাইমন সাদিককে।
ছবিটির বেশির ভাগ অংশের চিত্রায়ণ হবে গ্রামীণ পরিবেশে। ‘আর্তনাদ’ প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। অবশ্যই ভালো লাগে।
সাইমন-মাহি প্রথমবার জুটিবদ্ধ হয়েছিলেন ‘পোড়ামন’ ছবিতে। জাকির হোসেন রাজুর ছবিটি ব্যবসা সফল হয়। জান্নাত মুক্তির পর ‘লাইভ’ ও ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করছেন তারা।