বিনোদন ডেস্ক : নুসরাত জাহানের বিতর্ক যেন পিছু ছাড়ছে না। সাফল্যের পাশাপাশি বিতর্ক তার জীবন জুড়ে। একদিকে কলকাতার প্রথম সারির নায়িকা। অন্যদিকে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছেন। এমন সাফল্যমণ্ডিত জীবন। কিন্তু ব্যক্তিগত জীবন হয়তো সুখের নয়।
গত শুক্রবার সাংসদ-অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। নুসরাতের অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে অবিরত কাটাছেঁড়া চলছে নেটদুনিয়ায়।
কোনো বিতর্কেই বিচলিত নন নায়িকা। সেটি তার ইনস্টাগ্রামের দেওয়াল জানান দিচ্ছে। সোমবার (৭ জুন) সকালে একটি ভিডিও পোস্ট করেছেন নুসরাত। গাঢ় বেগুনি রঙের গাউন, খোলা চুলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নানা ধরনের পোজ দিচ্ছেন তিনি। কয়েক সেকেন্ডের ভিডিওতে নুসরাত বরাবরের মতোই সাহসী এবং সাবলীল।
এই পোস্টের বিবরণীতে তিনি লিখেছেন, ‘শক্ত হও, সাহসী হও, সুন্দর হও’।
জীবনের এমন পরিস্থিতিতে নিজের উদ্দেশেই কী এই বার্তা নুসরাতের?
এদিকে মা হওয়ার বিষয়ে এখনও মুখ খোলেননি এই টলিসুন্দরী। তাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক নিয়েও তিনি নিশ্চুপ। তবে নেটমাধ্যমে তার সক্রিয়তাই বুঝিয়ে দিচ্ছে, কোনও ধরনের নেতিবাচক মন্তব্যেরই তোয়াক্কা করেন না নুসরাত জাহান। তিনি বাঁচেন তার শর্তে।
ভিডিওটি পোস্ট হওয়ার মাত্রই হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্তরা মন্তব্য বাক্সে তাকে ভালোবাসা জানিয়েছেন অনেকেই।