নিজস্ব প্রতিবেদক:৭৫ বছর বয়সি বৃদ্ধ রিকশাচালক তছের উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল। অভাবের সংসারে রিকশা কেনার সামর্থ্য না থাকায় এই বয়সেও প্যাডেল রিকশা চালিয়ে সংসারের খরচ যোগাচ্ছিলেন তিনি। তার এই অবস্থা দেখে আজ মঙ্গলবার (৮ জুন) দুপুরে এক লাখ টাকা দিয়ে চার্জার অটোরিকশা কিনে তছের উদ্দিনের হাতে হস্তান্তর করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, সিল্কসিটি মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এফবিসিসিআই পরিচালক শামসুজ্জামান আওয়াল।
রিকশাচালক তছের উদ্দিনের বাড়ি নগরীর ৩০ নম্বর ওয়ার্ড সংলগ্ন পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কিসমত কুখন্ডী গ্রামে। বৃদ্ধ তছের উদ্দিনকে সহযোগিতা করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, নিজের জীবনের মায়া ত্যাগ করে কয়েক মাস মুক্তিযোদ্ধাদের রান্না করে খাওয়ানোর পাশাপাশি পাকসেনাদের খবর মুক্তিযোদ্ধাদের সরবরাহ করেছেন তছের উদ্দিন। এই অপরাধে পাকসেনারা তাকে ধরেও নিয়ে গিয়েছিলেন। এ ধরনের কাজের জন্য অনেকে মুক্তিযোদ্ধার সনদ পেয়েছেন। সেই অর্থে তছের উদ্দিনও একজন মুক্তিযোদ্ধা। দেশপ্রেমিক এই মানুষটি জীবনের শেষ বেলায় এসে প্যাডেল রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। এ ধরনের একজন মানুষকে সহযোগিতা করতে পেরে আমার ভালো লাগছে।
শামসুজ্জামান আওয়াল বলেন, তিনি যতোদিন বেঁচে থাকবেন, ততোদিন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস প্রদান করেন। সেইসাথে সমাজের বিত্তবানদের তছের উদ্দিনের মতো অসহায় মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান আওয়াল।
মঙ্গলবার দুপুরে তছের উদ্দিনের বাড়িতে গিয়ে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্রসহ চার্জার অটোরিকশাটি তার হাতে তুলে দেন শামসুজ্জামান আওয়াল। এসময় এনটিভি রাজশাহী প্রতিনিধি সাংবাদিক শ.ম সাজু ও মোহনা টিভির প্রতিনিধি মেহেদী হাসান শ্যামল এবং শাহীন স্কুল রাজশাহী শাখার পরিচালক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।