নিজস্ব প্রতিবেদক: চারঘাট উপজেলার চক কাপাশিয়া গ্রামে বজ্রপাতে ৪ জনের মৃত্যুতে গভীর শোক ও নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপি। জেলা বিএনপি’র পক্ষ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এই সমবেদনা জানান। সেইসাথে তিনি রাতেই নিহত ও আহতদের বাড়ি বাড়ি যান এবং পরিবারের সদস্যদের সান্তনা দেন।
উল্লেখ্য সোমবার আনুমানিক ৩টার দিকে ঝড় উঠলে দাদী-নাতী সহ ৬ জন আম কুড়াতে যান। বৃষ্টি শুরু হলে তারা সকলেই আম গাছের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে গাছের উপর বিজলী পড়লে নিচে থাকা ছয় জন গুরুতর আহত হন। এর মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। মৃত ব্যক্তিরা হলেন, চক কাপাসিয়ায় এলাকায় আযমের স্ত্রীর মুক্তা (৩৫) কাবিলের সিরিয়ালে স্ত্রী আলেয়া (৫৫) ঘটনাস্থলে মারা যান। অপর দুই জন একই গ্রামের মাহাবুলের ছেলে সোহান (৮) ও জনির স্কুল পড়ুয়া ছেলে পরশ (৭) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।