নিজস্ব প্রতিনিধি: আবার বাড়তে শুরু করেছে করোনার প্রাদুর্ভাব। করোনা থেকে জনগণকে রক্ষা করতে আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জনগণের মধ্যে এক হাজার মাস্ক বিতরণ করেন। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে কুমারপাড়া মোড়ে পথচারী ও জনসাধারণের মাঝে এই মাস্ক গুলো বিতরণ করেন তিনি।
এর মধ্যে তৈরি করা উন্নত মানের ৫০০ ও সার্জিক্যাল ৫০০ মাস্ক ছিলো। বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ আহমেদ, সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, সদস্য শাহিনুর ইসলাম সাহিন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিব শেখ, নগর যুবলীগের সদস্য মুরসালিন হক রাবু ও আব্দুর রাজ্জাক রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।