বিনোদন ডেস্ক : বলিউডের সালমান খান ও দক্ষিণের মেয়ে ভুমিকা চাওলার ‘তেরে নাম’ ছবিটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। জুটি বেঁধে প্রথম ছবিতেই হিট তারা। কিন্তু ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘তেরে নাম’র পর তাদের একসঙ্গে দেখা যায়নি।
সম্প্রতি তারা আবারও এক হলেন। তবে বড় পর্দায় নয়। বিগ বসের মঞ্চে। সদ্যই শেষ হয়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’। এরই মধ্যে রিয়েলিটি শোটির কর্ণধাররা তার পরবর্তী সিজন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অনুষ্ঠানটির পরবর্তী মৌসুমে সালমান খানের সঙ্গে দেখার সম্ভাবনা রয়েছে ভূমিকার।
এরই মধ্যে বিগ বস ১৫- তে ভূমিকার অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা শুরু করেছেন অনুষ্ঠানটির পরিচালক। ভূমিকাও তাদের ডাকে সাড়া দিয়েছেন। তবে বিগবসের তালিকায় আরও বেশ কয়েকজন নায়িকা থাকায় এখনই ভূমিকার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।