নিজস্ব প্রতিবেদক: চলমান করোনা প্রতিরোধে বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা জনগণের মধ্যে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করেছে। অত্র সংস্থার উদ্যোগে এবং জাস্টসেন্ড পিপলস’স ওয়েলফেয়ার চ্যারিটি এর সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১০টায় মোহনপুর থানার মোড়, উপজেলা চত্বর ও কেশরহাট পৌরসভা এলাকায় জনসচেতনতা ও উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে জনসাধারনের মাঝে এই মাস্ক ও লিফলেট বিতরণ করে।
এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল ও মোহনপুর উপজেলার প্রশাসনিক কমকর্তা জহুরুল হক প্রামানিকসহ অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়াও সংস্থার পক্ষ থেকে প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এই কার্যক্রম পরিচালনা করেন। মাস্ক ও লিফলেট বিতরণকালে সংস্থার পক্ষ থেকে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনেচলা এবং একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।