রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতির মৃত্যুতে শোক

  • প্রকাশ সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বাগমারা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রভাষক মখলেছুর রহমান মন্ডল ইন্তেকাল করেছেন ( ইন্না—– রাজিউন)। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তিনি ইন্তেকাল করেন। এসময়ে স্ত্রী-সন্তান, পরিবারের অন্যান্য সদস্য, আত্নীয়স্বজন ও বহুগুণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২টায় একডালা হাইস্কুল মরহুমের নামাজে জানাযা শেষে দাফন করা হয়।
এই নেতার মৃত্যুতে রাজশাহী জেলা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকবার্তায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, মরহুম মখলেছুর রহমান মন্ডল একজন স্বচ্ছ ও পরিশ্রমি রাজনীতিবিদ ছিলেন।
তিনি দলের জন্য অকক্লান্ত পরিশ্রম করেছেন। অসুস্থ থাকা সত্বেও তিনি দলের খোঁজ খবর রাখতেন এবং আবারও একদিন সুদিন আসবে বলে সবাইকে শান্তনা দিতেন। আজ তিনিই শান্তির খোঁজে চিরতরে অপারে চলে গেলেন। চাঁদ আবারও এই নেতার আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসাথে তাকে বেহেস্ত প্রদান করার জন্য আল্লাহর নিকট দোয়া করেন তিনি ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin