নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রতিদিন করোনা সংক্রমনের হার বেড়েই চলছে। আজ বৃহস্পতিবার সংক্রমনের হার ছিলো ৩৮ শতাংশের উপরে। এছাড়াও মৃত্যুর মিছিলো কম নয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ১২ জনের মৃত্যু হয়েছে। সিটির এই অবস্থায় জনগণকে রক্ষা করতে প্রশাসন আবারও কঠোর অবস্থানে গেলেন। আগামী কাল শুক্রবার বিকেল ৫টা থেকে সাতদিনের জন্য সর্বাত্বক কঠোর লকাডাউন ঘোষনা করেন রাজশাহী প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ জুন) রাতে সার্কিট হাউজে সভা করে এই ঘোষনা দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ন কবীর।
এসময়ে তিনি বলেন, সিমান্তবর্তী জেলা হওয়ায় প্রতিদিন করোনা সংক্রমনের হার আসংখ্যা হারে বেড়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণকে মৃত্যুর কবল থেকে রক্ষা এবং চিকিৎসা সেবা প্রদান করা দুরহ ব্যাপার হয়ে পড়বে। এজন্য আগামীকাল বিকেল ৫টা থকে সিটি কর্পোরেশন এলাকায় সর্বাত্বক কঠোর লকডাউন প্রদান করা হলো। এই লকডাউনে নিত্যপন্য দ্রব্য, জরুরী স্বাস্থ্যসেবা, সিমিত আকারে কাঁচা বাজার ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া লকডাউনের আওতামুক্ত থাকবে।
তবে শপিংমল, বিপনি বিতান, দোকানপাট বন্ধ থাকবে। পণ্যবহন যান বাদে অন্যান্য সকল প্রকার যানবাহন যেমন লোকাল ও দূরপাল্লার বাস, রিক্সা, অটোরিক্সা, মাইক্রোবাস, কার, মোটর সাইকেল, রেল ও বিমান চলাচল বন্ধ থাকবে। এছাড়াও জরুরী সেবা প্রদানকারী অফিস ছাড়া সকল প্রকার অফিস আদালত বন্ধ থাকবে।
আর এগুলো সঠিকভাবে চলছে কিনা তার জন্য প্রশাসন ও আইন শৃংখলাবাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানান তিনি। এ সমেয় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।