নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁর করোনা থেকে দ্রুত মুক্তির জন্য সর্বসাধারণ ও ইমামদের মসজিদে মসজিদে দোয়ার আহ্বান জানিয়ে অনুরোধ জানান ৪ নং রিশিকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম। তাঁর আহ্বানে অত্র ইউনিয়নের বিভিন্ন মসজিদে আজ শুক্রবার বাদ জুম্মা জাহাঙ্গীরের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে সারা বিশ্বে করোনা মহামারি আকার ধারন করেছে। এর কারনে বিশ্ব থমকে গেছে। এই মহামারী থেকে বাঁচতে সৃষ্টিকর্তার আনুগত্য স্বীকার ও দয়া প্রার্থনা করা এবং সরকারী নির্দেশনা মানার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।