বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১১ অপরাহ্ন

রাজশাহীতে সৈয়দ জাকিরের ২য় মৃত্যু বার্ষিকী পালিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ জাকির হোসেনের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার বাদ আসর জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতা, জাহানারা জামান ও সৈয়দ জাকির হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে জিয়ারত শেষে কবরে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
মরহুম সৈয়দ জাকির হোসেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেনের ছেলে। এছাড়াও তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক ও রাজশাহী কলেজ ছাত্রলীগের একাদশ-দ্বাদশ শ্রেণীর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নগরীর টিকাপাড়া কবরস্থানে সৈয়দ জাকির হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকীতে রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, মরহুমের পিতা সৈয়দ শাহাদৎ হোসেন, ভাই সৈয়দ যুবায়ের হোসেন মুন, রাজশাহী কলেজ ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, রাসিক ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আবু বক্কর বিদ্যুৎ, ২৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রুদ্রধর, ছাত্রলীগ সাবেক নেতা অসাদুল শেখ জনি, মোহাম্মদ রাজ ও হাসিবুল ইসলাম শান্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin