নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আরএমপি’র শাহমখদুম ক্রাইম বিভাগের তিন থানার উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ অভিযান। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক শাহমখদুম থানা এলাকায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করেন। আজ শনিবার দুপুরে আরএমপি’র শাহমখদুম থানার আয়োজনে সিটিহাট, দক্ষিন নওদাপাড়া রোড ও ওমরপুর কুচপাড়া রোড এলাকা এবং থানার মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করেন তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম ও উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (মতিহার) হাফিজুল ইসলাম ও শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময়ে পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নাই। কারন জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বজুলে আবহাওয়ার অস্থিরতা চলছে। পরিবেশেল ভারসাম্য হারিয়ে গেছে। অতি বৃষ্টি, অথি খরা ও শীত লেগেই থাকছে। এছাড়াও ঘুর্নঝড়, জলোচ্ছাস প্রতিনিয়ত লেগে থাকছে। এছাড়াও বড় গাছ না থানায় বজ্রপাতে আসংখ্যজনকহারে প্রাণহানীর ঘটনা গঠছে। এই অবস্থা থেকে বাঁচতে বৃক্ষরোপনেসর কোন বিকল্প নাই উল্লেখ করে রাস্তার ধারে, বাড়ির আঙ্গিনায়, পতিত জমিতে ও জমির আইলের ধারে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপনের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে এবং গাছ রোপন ও এর যতœ নিতে উপস্থিত সকলকে পরামর্শ দেন তিনি। পরে শাহ্ মখ্দুম থানার ওসি পথচারী ও অন্যান্য জনগণের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন।
উল্লেখ্য গত ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন চত্বরে ডুমুর ও সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধন করেন।এ বছর মুজিব বর্ষে দেশকে সবুজে শোভিত করে ফেলতে জাতীয় বৃক্ষরোপন অভিযানের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে – ‘মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’। অন্যদিকে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবার বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস এর প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘ইকোসিস্টেম রেস্টোরেশন বা বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’।