নিজস্ব প্রতিবেদক: সারাদেশব্যাপি চলছে লকডাউন। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন এলাকায় চলছে বিশেষ লকডাউন। এই লকডাউন সফল করতে প্রশাসন ও আইনশৃংখলাবাহিনী জীবনের ঝুঁকি নিয়ে সর্বাত্বক কাজ করে চলছে। করোনা থেকে রক্ষা পেতে সকল প্রকার জনসমাগম নিষিদ্ধ এবং সামাজিক দুরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে প্রয়োজনে জনগণকে চলাচল করতে বলা হয়েছে। এসব নির্দেশনা ভঙ্গ করে আজ রোববার পবা উপজেলার এয়ারপোর্ট থানাধীন তকিপুর গ্রামে একটি বাড়িতে বিষেয় অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে সকল প্রকার বিধি নিষেধ অমান্য করে অনুষ্ঠান করা হয় বলে পবা উপজেলা প্রশাসন জানান।
এছাড়াও সেখানে প্রায় দেড় শতাধিক লোকের সমাগম ঘটানো হয়। খবর পেয়ে বিয়ে বাড়িতে যান পবা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন। এই অবস্থা দেখে তিনি তাদের সতর্ক করেন এবং বিধি নিষেধ অমান্য করায় কন্যার ভাইকে সংক্রামক আইন-২০১৮ অনুযায়ী বিশ হাজার টাকা (২০,০০০/-) জরিমানা করেন । শুধু তাইনয় সকালে তিনি নওহাটা পৌর এলাকায় চলমান কোচিং সেন্টার বন্ধ করে দেন। তাদের জরিমানা না করলেও মৌখিকভাবে সতর্ক করেন এবং বিষয়টির পুণরাবৃত্তি যেন না হয় তার জন্য নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজকে দেখভাল এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার আহ্বান জানান বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দীন।