নিজস্ব প্রতিবেদক: লকডাউন সফল ও মেনে চলতে আহ্বান জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ ডাবুল সরকার। আজ রোববার তিনি নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, নিউ মার্কেট, গনকপাড়া, রাণীবাজার, অলকার মোড়, কাদিরগঞ্জ, মালোপাড়াসহ অন্যান্য স্থানে সর্বাত্মক লকডাউন মেনে চলার জন্য রাজশাহী শহরের সর্বস্তরের জনসাধারণকে অহেতুক বাসার বাহিরে না থাকার জন্য অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সওকত জাহিদুল ইসলাম প্রিন্স, নগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, রাজশাহী মহানগর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, নগর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শামিম আহম্মেদ, নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মিদুল কুমার সাহা ও নগর ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক নয়ন কুমার ধর। আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।