নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আজ সোমবার র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১৪০ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। রাসিক সুত্রে জানা যায় নগরীর আমচত্বর কেন্দ্রে ১০০ জনের মধ্যে ২জন, কাশিয়াডাঙ্গা কেন্দ্রে ১০০জনের মধ্যে ১১ জন, লক্ষ্মীপুর কেন্দ্রে ১৩১ জনের মধ্যে ২৫ জন, সিএন্ডবি মোড় কেন্দ্রে ১১৩ জনের মধ্যে ২৩ জন, সাহেব বাজার জিরো পয়েন্টে ১১০ জনের মধ্যে ২৫ জন, ভদ্রার মোড় ১০০ জনের মধ্যে ৫জন।
এছাড়াও তালাইমারী মোড় ১০০ জনের মধ্যে ৫জন, বিন্দুর মোড়ে ৮৫ জনের মধ্যে ১৫ জন, টুলটুলিপাড়া হেলথ সেন্টারে ২২ জনের মধ্যে ২ জন, কাদিরগঞ্জ হেলথ সেন্টারে ২৭ জনের মধ্যে ৭ জন, মেহেরচন্ডী হেলথ সেন্টারে ২৭ জনের মধ্যে ৭ জন এবং ভ্রাম্যমান তিনটি স্থানে ১৯০ জনের মধ্যে ১৪ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। সর্বমোট টেস্ট করা হয় ১১০৫ জনের। এর মধ্যে ১৪০ জনের দেহে এর সংক্রমন ধরা পরে।
যাদের দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে তাদরে আতঙ্কিত না হয়ে বাড়িতে চিকিৎসা সেবা নেয়ার পরামর্শ দেয়া হয়। এরমধ্যে কারো বেশী সমস্যা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন টেস্টকারীরা।