নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা বিমান গুপ্ত আজ সোমবার ভোরে নিজ বাসভবনে পরোলোক গমন করেন। তাঁর মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক জানিয়েছেন। আরো শোক জানান বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু এবং সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। শোক বার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিকেল সাড়ে ৪টায় নগরীর পঞ্চবটি মহাশ্মশানে বীর মুক্তিযোদ্ধা বিমান গুপ্ত-কে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব প্রদান শেষে তাঁর স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং শেষকৃত্যে অংশগ্রহণ করেন ডাবলু সরকার । এ সময় উপস্থিত ছিলেন ২২ নং কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন ও পঞ্চবটি মহাশ্মশানের সাংগঠনিক সম্পাদক বিকাশ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।