নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চলমান লকডাউন অমান্য করে মার্কেট খোলার অভিযোগ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৪ জুন) দুপুরে রাজশাহী নিউ মার্কেট এলাকায় এম বি এম মোবাইল মার্কেটের মালিককে জরিমানা করা হয়। এ সময়ে জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান, তিনি গোপন সূত্রে জানতে পারেন লকডাউনের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে এই মোবাইল মার্কেট কতৃপক্ষ বেশ কিছু দোকানপাট খুলে ব্যবসা করছেন।
এর প্রেক্ষিতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি মার্কেটের মালিক মুকুল, বকুল ও মুকিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। গতকাল রোববারও রাজশাহীতে স্বাস্থ্যবিধি ও লকডাউন না মানায় ২৯ জনের নিকট থেকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ৪৯ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন।