নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে নগরীর ২নং ওয়ার্ডের মোল্লাপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় বসবাসকারী বাসিন্দাদের মাঝে আম বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে ৩০০ পরিবারের মধ্যে মেয়রের পক্ষে আম বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রতিটি পরিবারকে ২ কেজি করে আম প্রদান করা হয়েছে।
এরআগে গত (১৩ জুন) রোববার হরিজন পল্লীর ২৫০ পরিবারের মাঝে আম বিতরণ করা হয়। উপস্থিত থেকে আম বিতরণ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক সহ স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।