নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাকলু সরকার করোনা থেকে বাঁচতে এবং লকডাউন সফল করতে প্রচারণা অব্যাহত রেখেছেন। আজ সোমবার বিকেল ৫ টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে মাষ্টার পাড়া, পদ্মা গার্ডেন, বড়কুঠি, মুন্নুজান স্কুল মাঠ, কুমারপাড়া, ঘোষপাড়া ও আলুপট্টি সহ রাজশাহী প্রচারণামূলক কার্যক্রম করনে। সেইসাথে তিনি নিজ হাতে মাইক নিয়ে জনগণকে সচেতন করেন। সেইসাথে ১৭ তারিখ মধ্যরাত পর্যন্ত সর্বাত্মক লকডাউন মেনে চলার জন্য সর্বস্তরের জনসাধারণকে অহেতুক বাসার বাহিরে না থাকার জন্য অনুরোধ জানান ডাবলু সরকার।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন ও নগর ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক রাশেদুল করিম রোজেল। এ সময়ে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।