নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার দর্শন পাড়া ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জি.আর এর টাকা বিতরণ করা হচ্ছে। আজ বুধবার (১৬ জুন) সকাল ১০ টায় দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান রাজ এই অর্থ প্রদানের উদ্বোধণ করেন। এই টাকা পাঁচশত জনের মধ্যে ৫০০টাকা করে মোট আড়াই লক্ষ টাকা বিতরণ করা হবে বলে জানান তিনি। এসময়ে তিনি বলেন, করোনার কারনে সবাইকে এক সাথে ডেকে এই টাকা বিতরণ করা হচ্ছেনা। স্বাস্থ্যবিধি মেনে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার ওয়ার্ড ভাগ করে এই টাকা বিতরণ করা হবে।
রাজ আরো বলেন, এক বছরের বেশী সময় ধরে করোনায় মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মের অভাবে অর্থ সংকটে পড়েছে। সবথেকে বেশী অর্থ কষ্টে পড়েছে খেটে খাওয়া অসহায় মানুষগুলো। এই অবস্থা কিছুটা লাঘবের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশেষ উপহার প্রদান করেছেন। এই উপহারের টাকা স্বচ্ছতার সাথে বিতরণ করছেন বলে জানান তিনি। শুধু তাইনয় সরকার থেকে প্রাপ্ত সকল অনুদান সঠিকভাবে প্রাপ্য ব্যক্তিদের মধ্যে বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
করোনা মহামারী থেকে বাঁচতে অত্র ইউনিয়নবাসীসহ সকলকে সরকারী নির্দেশনা মানা এবং মাস্ক পড়ার আহ্বান জানান চেয়ারম্যান। এসময় উপস্থিত ছিলেন দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসারের প্রতিনিধি নাহিদ, ইউপি সদস্য আব্দুস সালাম, আজাদ আলী, মেরাজ আলী ও নকীর উদ্দিন এবং ইউপি সচিব আব্দুল্লাহিল কাফিসহ অন্যান্য ইউপি সদস্য, আওয়ামীগ নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।