শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজশাহীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১৬ জুন, ২০২১
  • ১৯৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: “স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে ভালো থাকি এবং সবাইকে ভালো রাখি” শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সার্বিক তত্ত্বাবধানে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার ( ১৬ জুন) রাত ৮ টায় রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন করোনা সুরক্ষা সামগ্রী রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল এর নিকট হস্তান্তর করেন। জেলা প্রশাসক এই সামগ্রীগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রদান করেন।
উপহার সামগ্রী হিসেবে ছিল, সার্জিক্যাল মাস্ক-১৩,৬০০পিস, হ্যান্ডস্যানিটাইজার-১০০পিস, অক্সিজেন কনসেনটেটর মেশিন-১টা, হাইফেন্ট জবংঢ়রৎপধৎব-১টা, কেরজ হ্যান্ড স্যানিটাইজার-২প্যাক, ষ্ট্যান্ড-১টা এবং অন্যান্য চিকিৎসা উপকরণ-১ প্যাক।

এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী জেলায় মেডিকেল হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। এর অর্থ তিনি আমাদের পাশে আছেন এবং আমাদের নিয়ে দিন-রাত চিন্তা করেন।
তিনি আরও বলেন, রাজশাহীতে করোনা সনাক্তের হার ৪৪.৪৩ শতাংশ। এটা একটি এলার্মিং সিচুয়েশন। তাই আমাদের সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও সরকারের দেয়া বিধি-নিষেধ অনুসারে চলতে হবে। মঙ্গলবার পুলিশ কমিশনার জনগনের সেবায় “পুলিশ অক্সিজেন ব্যাংক” স্থাপন করেছেন। এটার জন্য তিনি প্রশংসার দাবিদার। করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলে নভেল করোনা মোকাবেলা করা সম্ভব বলে জানান মেয়র।
এ সময়ে উপস্থিত ছিলেন, আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. চিন্ময় কান্তি দাস

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin