নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আজ বুধবার দুপুর ১২ টায় কুমারপাড়া সরকার টাওয়ারে করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে খাদ্য সামগ্রীর মধ্যে ডিম, মুরগী, আপেল, মালটা, বেদানা, কলা, চিনি, চাপাতি, আম, লেবু ইত্যাদি মিলে সর্বমোট ২০ টি প্যাকেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর যুবলীগের সদস্য ইদ্রিস আলম, মুরসালিন হক রাবু, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ফজলে রাব্বি ও নগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রিগেন।