নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সাগরপাড়া কড়ইতলা হতে সাধুর মোড়ের প্রধান সড়ক দীর্ঘদিন থেকে চলাচলের অযোগ্য হয়ে থাকলেও মেরামতের নেই কোন উদ্যোগ। খানাখন্দে ভরে থাকলেও দেকার কেউ নাই। এখন বর্ষা মৌসুম। প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিতে টিকাপাড়া গোরস্থান সংলগ্ন রাস্তায় হাটুর উপরে পানি জমে থাকছে। আর এই নোংরা পানির মধ্যে দিয়েই চলছে সেখানকার বাসিন্দা ও অন্যান্য জনগণ। সেখানে শুধু গোরস্থান নয়, রয়েছে টিকাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। ড্রেনের ও রাস্তার পানি একাকার হয়ে যাওয়ায় নামাজিরা পরেছেন বেশী বিপাকে। এছাড়া বিভিন্ন স্থানে গর্ত থাকায় ছোটখাট দূর্ঘটনা লেগেই আছে।
পথচারী হাসান, আসাদ, আব্দুল জলিল ও মনি বলেন, দীর্ঘদিনে থেকে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পর্ েআছে। নগরীর বিভিন্ন রাস্তার উন্নয়ন ও মেরামতের কাজ হচ্ছে। অথচ এই রাস্তাটি ভেঙ্গে থাকলেও কেউ দেখছেনা। এর পূর্বে অনেক সাংবাদিক ছবি তুলেছেন এবং প্রতিবেদন করেছেন। কিন্তু কর্তৃপক্ষের নজরে মনে আসেনি বলে জানান তারা। এছাড়াও তারাসহ সেখানকার স্থায়ী বাসিন্দারা দ্রুত রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবের জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।