নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মাটিকাটা ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক কামরুজ্জামান আজ বিকেল ৪টার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। এসময়ে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন ও সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তিনি দির্ঘদিন মাটিকাটা ইউপি ১নং ওয়ার্ডের নির্বাচিত সাবেক সদস্য ছিলেন। আগামীকাল বেলা ১১টায় প্রেমতলী গোরস্থান মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে একই কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গোদাগাড়ী-তানোর বিএনপি’র অভিভাবক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। এছাড়াও গোদাগাড়ী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আহ্বায়ক অধ্যাপক আব্দুল মালেক, সদস্য সচিব মাহাতাব উদ্দিন ও মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।