অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কোনো মানুষ যাতে গৃহহীন বা আশ্রয়হীন না থাকে তা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আজ রোববার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে অনুষ্ঠানে যোগ দিন।
শেখ হাসিনা বলেন, ‘যে স্বপ্ন নিয়ে জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করে গেছেন তার সৃষ্ট বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। এটাই আমার লক্ষ্য। আমরা চাই বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না, আশ্রয়হীন থাকবে না। অন্তত এটুকু করলে আমার বাবার আত্মা শান্তি পাবে।’
করোনাভাইরাস মোকাবিলায় আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনার প্রভাব শেষ হয়ে যাচ্ছে না। আমরা করোনার টিকা এনেছি, আরও আনবো। স্বাস্থ্যসুরক্ষা বিধি যেন কেউ লঙ্ঘন না করে। সবাই মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন। আমরা অনেককেই হারিয়েছে। আর কোনো প্রিয়জনকে হারাতে চাই না। নিজে ভালু থাকুন, আরেকজনকে সুরক্ষা দিন।’