রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে হাসি ফুটলো ৫০২ ভূমিহীন পরিবারের মুখে

  • প্রকাশ সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৬৩ বার দেখা হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনা বাস্তবায়নে নওগাঁ জেলায় দ্বিতীয় পর্যায়ে ৫০২টি গৃহহীন ও ভুমিহীন পরিবার বাড়ি পেয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানকর্মসূচীর আওতায় এসব বাড়ি প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ জানিয়েছেন প্রত্যেককে ২শতাংশ করে খাস জমি বন্দোবস্ত পূর্বক গৃহ প্রদান করা হয়েছে।
গৃহনির্মান সম্পন্ন হওয়ার পর সকল উপজেলায় এসব গৃহহীন ও ভুমিহীন পরিবারের অনুকুলে কবুলিয়ত ও নামজারী সম্পন্ন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সারাদেশের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁয় এই ৫০২ উপকারভোগী পরিবার গুলোর মধ্যে আনুষ্ঠানিক ভাবে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। জেলা প্রশাসকের দেয়া তথ্য মতে উপজেলা ভিত্তিক গৃহ বরাদ্দকৃত পরিবারের সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১০টি, বদলগাছি উপজেলায় ৯টি, মহাদেবপুর উপজেলায় ৭৬টি, আত্রাই উপজেলায় ১০টি, রানীনগর উপজেলায় ৩৩টি, মান্দা উপজেলায় ২১টি,পত্নীতলা উপজেলা ১১৭টি, ধামইরহাট উপজেলায় ২০টি, পোরশা উপজেলায়৭১টি, নিয়ামতপুর উপজেলায় ৭৫টি এবং সাপাহার উপজেলায় ৬০টি।

সরকারী অর্থায়নে দ্বিতীয় পর্যায়ের এসব বাড়ি তৈরী করতে প্রতিটির জন্য খরচ হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। এতে মোট ব্যয় হয়েছে ৯ কোটি ৫৩ লক্ষ ৮০ হাজার টাকা। অপরদিকে ইতিপূর্বে প্রথম পর্যায়ে ২০২০-২১ অর্থ বছরে মুজিব শতবর্ষে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় ভুমিহীন “ক” শ্রেণীর দূর্যোগ সহনীয় ১০৫৬টি গৃহনির্মান করে বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা ভিত্তিক এসব গৃহ বিতরনের পরিমাণ হচ্ছে আত্রাই উপজেলায় ১৭৫টি, রানীনগর উপজেলায় ৯০টি,নওগাঁ সদর উপজেলায় ১১০টি, বদলগাছি উপজেলায় ৪৮টি, সাপাহার উপজেলায় ১২০টি, পত্নীতলা উপজেলায় ১১৪টি, মহাদেবপুর উপজেলায়৭৬টি, মান্দা উপজেলায় ৯০টি, নিয়ামতপুর উপজেলায় ৭১টি,ধামইরহাট উপজেলায় ১৫০টি এবং পোরশা উপজেলায় ৫৪টি। প্রথমপর্যায়ের এসব প্রতিটি বাড়ি নির্মাণ করতে খরচ হয়েছে ১ লাখ ৭১হাজার টাকা করে। এতে মোট খর হয়েছে ‘১৮ কোটি ৫ লক্ষ ৭৬ হাজার টাকা।
প্রতিটি বাড়িতে এক লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও একটি বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দিয়ে এসব ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin