নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রইছ উদ্দিন রইছ সোমবার রাত ২টায় নিজ বাসভবন বিদিরপুর বসন্ত কেদারে ইন্তেকাল করেন ( ইন্না—-রাজিউন)। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসে ভুগছিলেন। আজ বাদ যোহর বিদিরপুর বসন্ত কেদারের একটি বাগানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত এবং একই গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল হক রায়হান, জেলা কৃষকদলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু, সদস্য সচিব নাজমুল হক। মোহনপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সামাদ মাস্টার, মোহনপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক বাবলু, সদস্য সচিব মতিউর রহমান ও যুগ্ম আহ্বায়ক জাকারিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী, এলাকাবাসী ও আত্মীয়স্বজন।
রইছ উদ্দিন রইছ এর মৃত্যুতে রাজশাহী জেলা কৃষকদলের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কৃষকদলের আহ্বায়ক আল আমিন সরকার টিটু ও সদস্য সচিব নাজমুল হক। তারা সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।