নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান আউয়াল। সোমবার রাত ১০টায় কলেজ কর্তপক্ষকে এই সিলিন্ডার প্রদান করেন তিনি। এ সময় এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আউয়াল বলেন, করোনা মহামারিতে মানুষ অসহায় হয়ে পড়েছে। ভয়াবহ করোনা মহামারি থেকে মানুষের কষ্ট লাঘব করতে সমাজের বিত্তবান মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি চৌধুরী সরোয়ার জাহান, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানভিরুল আলম, রাবি মার্কেটিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান সেলিম রেজা, রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহা: হবিবুর রহমান, রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল খালেক, রাজশাহী কলেজের সাবেক ভিপি সাঈদ হাসান, বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন ও রাসিক মেয়রের সহকারী একান্ত সচিব এএইচএম আশিকুজ্জামান শাওন।