নিজস্ব প্রতিবেদক: আদিবাসী নেতা বীর মুক্তিযোদ্ধা ভাগবত টুডু আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজশাহীর দাসপুকুর আবাসিক এলাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫বছর। তিনি দুই ছেলে এক মেয়ে, স্ত্রী ও আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বুধবার সকাল ১০টায় নিজ গ্রাম গোদাগাড়ীর তালাই রনামনগরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
ভাগবত টুডু আদিবাসী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। তিনি আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে ও প্রসারে যথেষ্ট ভূমিকা করেন। মানওয়া নাট্যগোষ্ঠী” প্রতিষ্ঠাতা। যা জাতীয় পর্যায়ে ও দেশব্যাপী সূনাম অর্জন করে। তিনি বাংলাদেশ টেলিভিশনের লোকলোকালয় অনুষ্ঠানের উত্তরবঙ্গ সংগঠক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এই সংস্কৃতি কর্মীর অকাল প্রয়ানে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিটিভি লোকলোকালয় এর পরিচালক আতাউর রহমান রানা ও তাঁর সাংস্কৃতিক সহকর্মী ও একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন।