নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবার করোনার বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন, দু:স্থ ও অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩০০ জনকে এক হাজার করে মোট তিন লক্ষ টাকা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
বর্তমান সরকার জনবান্ধব সরকার উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট দেখা দেয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকার দেশব্যাপি সাধারণ লকডাউন রাখলেও জনগণকে বাঁচাতে সংক্রমিত জেলা ওয়ারী কঠোর লকডাউন দেয়ার পরামর্শ দেন। তাঁর দির্শেনা অনুযায়ী রাজশাহী চলছে কঠোর লকডাউন।
এই লকডাউনে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থা থেকে কিছুটা উত্তোরনের জন্যই প্রধানমন্ত্রীর এই উপহার হিসেব নগদ অর্থ প্রদান করা হলো। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেইসাথে সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। এছাড়াও চলমান লকডাউন মেনে চলতে উপস্থিত জনগণসহ রাজশাহীবাসীকে আহŸান জানান জেলা প্রশাসক।
রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম ও জেলা ত্রাণ কর্মকর্তা প্রকৌশলী আমিনুল হক। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।