নিজস্ব প্রতিবেদক: শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ওয়াসিফকে শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের অফিসিয়াল প্যাডে এই কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ডি শহিদুল ইসলাম রানা, সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ ফরহাদ, সাধারণ সম্পাদক শাওন মোহাম্মদ জিসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জম জম ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তৌকির আহমেদ সাজ্জাদকে মনোনীত করা হয়েছে।
শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আব্দুল্লাহ আল মামুন ওয়াসিফ বলেন, শহীদ জিয়া ছাত্র পরিষদ তিন বছর পরে যোগ্য নেতৃবৃন্দের সমন্বয়ে একটি সুন্দর কমিটি গঠন করতে পেরেছেন।
পূর্ণাঙ্গ এই কমিটি গঠন করায় ফলে সবার মধ্যে শতস্ফুর্ততা ফিরে এসেছে। তিনি আরো বলেন, চলতি বছরের মধ্যেই রাজশাহী বিভাগীয় সকল ইউনিট কমিটি গঠন সম্পূর্ণ করা হবে। এই কমিটি তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি এবং গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন বেগবান করবে বলে জানান তিনি।