রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ রোগীর পাশে শিল্পপতি আব্দুস সাত্তার টিম বিল্ডিং এবং সেফগার্ডিং ও শিশু সুরক্ষার বিষয়ে ইউসেপ রাজশাহী অঞ্চলে কর্মশালা অনুষ্ঠিত রাজশাহী ন্যাশনার হার্ট ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক নির্বাচেন মান্নান, খোকন, হাসেন আলী পরিষদের নিরঙ্কুশ বিজয় ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ ও সংহতি র‌্যালি হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ কাঁকনহাটে চাঁদা না পেয়ে সরকারী কাজে বাধার অভিযোগ দাম বেড়েছে সবজির, স্থিতিশীল গোস্তের বাজার কোকো সব কিছু বাদ দিয়ে ক্রীড়াজগৎটাকে বেছে নিয়েছিলেন: মিলন শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি:ঈশা অসুস্থ বিএনপি নেতার পাশে বিএনপি নেতা দুলু

বিষেদগার না করলে খাবার হজম হয় না বিএনপির: কাদের

  • প্রকাশ সময় শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৪৫ বার দেখা হয়েছে
বিষেদগার না করলে খাবার হজম হয় না বিএনপির: কাদের

এস. আর. ডেস্ক : বিএনপির নেতাদের হঠকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে। তাদের ব্যর্থতা ঢাকতে আবোল-তাবোল বকছে এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।

সরকারের বিরুদ্ধে বিষোদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি এদেশের ব্র্যান্ডেড অত্যাচারী ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী রাজনৈতিক দল। বিএনপির বর্তমান যেমনি হতাশাগ্রস্ত তেমনি ভবিষ্যতও কুয়াশাচ্ছন্ন। সংকটের অক্টোপাস বিএনপিকে জেঁকে ধরেছে।

কাদের বলেন, দেশ নয়, চরম দুঃসময় চলছে এখন বিএনপির রাজনীতিতে।

তিনি বলেন, শীর্ষ নেতৃত্বের প্রতি আস্থাহীনতা, সিদ্ধান্তহীনতা, নির্বাচনবিমুখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে জনবিচ্ছিন্ন করছে দিন দিন। নেতাকর্মীদের হতাশাকে করেছে দীর্ঘায়িত এবং নেতিবাচক ও অপরাজনীতিও তাদের করে তুলছে জনবিচ্ছিন্ন।

তিনি আরও বলেন, তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে।

সেতুমন্ত্রী সবাইকে স্মরণ করে দিয়ে বলেন, প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের জীবন থেকে ছিটকে দিতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin