নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক তবিবুর রহমান মাসুমের ১ম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার (২৮ জুন)। ২০২০ সালের এই দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সে সময় তার জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট থাকলেও করোনা নেগেটিভ আসে।
সাংবাদিক তবিবুর রহমান মাসুমের ১ম মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। করোনার প্রাদুর্ভাবের জন্য সীমিত পরিসরে মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
মৃত্যুবার্ষিকী স্মরণে সোমবার (২৮ জুন) বিকেলে রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে করোনা পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত আকারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু ও প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান।