এস. আর. ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত আকারে লকডাউন বাস্তবায়নে আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। আর ১ জুলাই থেকে কঠোর লকডাউনে জরুরি গাড়ি বাদে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে।
শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানান তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার থেকে গণপরিবহন বন্ধ থাকলেও মার্কেট, হোটেল–রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। আর ১ জুলাই থেকে ৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে।
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে লকডাউন হবে। তখন আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। আগামীকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে বিস্তারিত বলা থাকবে।
এর আগে শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার (২৮ জুন) থেকে পরবর্তীতে সাত দিন কঠোর লকডাউন পালন করা হবে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।
এতে আরও বলা হয়, জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতাবহির্ভূত থাকবে। শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে।
লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সবকিছু বন্ধ হয়ে যাবে। এই বিষয়গুলো আগামীকাল রোববার (২৭ জুন) আরও স্পষ্ট জানা যাবে।