এস. আর. ডেস্ক : আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। তবে ৩০ জুন পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। আর পহেলা জুলাই থেকে দেশজুড়ে কঠোর লকডাউন শুরু হলে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (২৬ জুন) রাতে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার বলেন, সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংশ্লিষ্টদের নিয়ে ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়েছে। রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
সুরথ কুমার সরকার বলেন, আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন কার্যকর করবে সরকার। আর বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য পুরোপুরি লকডাউন থাকবে দেশ।