শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

গলায় খাবার আটকে ওসির মেয়ের মৃত্যু

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফার মেয়ের গলায় খাবার আটকে মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুর ঝাউতলা এলাকায় এ ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির নাম মালিহা মাহজাবিন মৌলি (১৪)। গোলাম মোস্তফার বড় মেয়ে ছিল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ও নগর মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, মোস্তফার দুই মেয়ের মধ্যে মৌলি বড়।

ছোটবেলা থেকেই মৌলি মানসিক প্রতিবন্ধী ছিল। তার মৃগী রোগও ছিল বলে তার পরিবার জানায়।

তিনি আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে সকালে মৌলির মরদেহ বাগমারা উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যান। বাদ আসর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin