শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

রাজশাহী জেলা বিএনপি’র সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোভিড-১৯, করোনা দেশে মহামারী আকার ধারণ করেছে। দিন দিন সংক্রমণ বেড়েই চলছে। ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট আরো বেশী করে দুশ্চিন্তার ফেলে দিয়েছে। সেইসাথে এই মহামারী করোনা শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত এবং প্রায় শতকের কাছে মানুষ মারা যাচ্ছে। সরকারী হাসপাতাল চিকিৎসা সেবা ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় ডাক্তারগণ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

এ অবস্থায় করোনা রোগিদের সেবা নিশ্চিত করা লক্ষে এবং বিনামূল্যে করোনা টেস্ট বাড়ি বাড়ি গিয়ে করার দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাএদল নেতৃবৃন্দ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ স্বাক্ষরীত স্মারকলিপি আজ রোববার (২৭ জুন) দুপুরে রাজশাহী জেলা সিভিল সার্জন ডাক্তার কাইয়ুম তালুকদারের নিকট প্রদান করেন।

দাবীগুলো হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমন রোধে যত দ্রæত সম্ভব সকল মানুষকে টিকা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা, প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে অধিক হারে বিনা মূল্যে সরকারী খরচে করোনা টেষ্ট করার ব্যবস্থা করা, প্রতিটি জেলা সদরে পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সরকারী খরচে বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা।

এছাড়াও করোনা রোগের চিকিৎসায় আক্সিজেন ও আইসিইউ অত্যন্ত জরুরী বিষয়, বিষয়টি অগ্রাধিকার দিয়ে প্রত্যেকটি জেলা উপজেলায় পর্যাপ্ত আইসিইউ বেড, হাইফ্লো নজেল ও সিলিন্ডারের ব্যাবস্থা করা, জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্সসহ পর্যাপ্ত টেকনিশিয়ান ও লোকবল নিয়োগ ও অন্যান্য রোগের চিকিৎসার ব্যবস্থা করা, প্রতিটি জেলায় অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অনুপযোগী রোগির করোনা টেষ্টের জন্য বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ ও সরকারী খরচে টেষ্টের বাবস্থা করা ও সার্বিক চিকিৎসা সেবার জন্য অধিক সংক্রমন বৃদ্ধি অঞ্চল হিসেবে পর্যাপ্ত অর্থ বরাদ্ধ করার দাবী জানান নেতৃবৃন্দ।

স্মারকলিপি গ্রহন করে সিভিল সার্জন বলেন, সিভিল সার্জন অফিস, জেলা প্রশাসন ও অন্যান্য সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সিভিল সোসাইটির মানুষ করোনা রোগিদের সেবায় কাজ করছে। তবে আপনাদের দাবীও যুক্তিসঙ্গত। কারন আপনারাও রোগি ও জনগণের কথা চিন্তা করেই এই স্মারকলিপি প্রদান করলেন। আপনাদের দাবী সমুহ যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে বলে জানান তিনি।

এই সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান ও তোফায়েল হোসেন রাজু, জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটু ও রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin