নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের মা তৌফা আরা বেগমের (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ জোহর শিরোইল কলোনি স্কুল মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশ নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামসহ আরও অন্যান্য, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ১২টায় শিরোইল কলোনী ৩নং গলির বাসভবনে ইন্তেকাল করেন তৌফা আরা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।