রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

শাপলার উদ্যোগে বিনামূল্যে ভ্যান বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা আজ রোববার বিকল্প কর্মসংস্থানের লক্ষে দরিদ্র জনগনের মধ্যে বিনামূল্যে ভ্যান বিতরণ করে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নের লক্ষ্যে বেলা ১১টায় শাপলা এর কেশরহাটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে ১০ জন অতিদরিদ্রের মধ্যে ১০টি ভ্যান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথি ছিলেন রায়ঘাটি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ও রুস্তম আলী প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। এ সময়ে অনুষ্ঠানে ১০ জন উপকারভোগী, তার পরিবারের সদস্যবৃন্দ এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের স্টাফগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রনালয়ের স্বাস্থ্যবিধি মেনে ভ্যান বিতরণ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
বিনামূল্যে ভ্যান পাওয়া সদস্যগণ শাপলা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দাতা সংস্থার উত্তোরোত্তর সফলতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin