বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের স্বামী নিখিল জৈনের সঙ্গে বন্ধুত্বের কারণে তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে।
তবে এই অভিনেত্রীর জীবনে নতুন রঙ লেগেছে কিনা, তা এখনও জানা যায়নি। আপাতত সাদা-কালোতেই মজেছেন ত্রিধা চৌধুরী। ইনস্টাগ্রামে অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে।
‘সাদা কালোতেও সমুদ্রের নীলচে ভাব অনুভব করতে পারছি’— স্নান পোশাকে জাহাজের ডেকের উপর বসে ছবি দিয়ে ইনস্টাগ্রামে নিজের মনের কথা লিখেছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী।
গত ২২ জুন ত্রিধা’র পোস্ট করা আরও একটি ছবি নজর কাড়ে নেটাগরিকদের। কারণ নিখিল জৈন সেই ছবিতে দিয়েছিলেন ভালোবাসার চিহ্ন।
ছবিটি যারা পছন্দ করেছেন, তাদের মধ্যে জ্বলজ্বল করছিল নুসরাতের সাবেক স্বামীর নাম। তার একদিন পরেই বিয়ে ও বিচ্ছেদ নিয়ে একটি ইঙ্গিতমূলক স্টোরি পোস্ট করেন ত্রিধা। যার সারমর্ম, বিষাক্ত দাম্পত্যের থেকে বিচ্ছেদ অনেক ভালো।