নিজস্ব প্রতিবেদক: সেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ (ভিএসএস) এর দুই সদস্যসহ মোট ২০ জন করোনা আক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আজ সোমবার (২৮ জুন) দুপুর ১.৩০টায় কুমারপাড়া সরকার টাওয়ারে এই খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়। এ সময়ে ডাবলু সরকার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের মধ্যে ও পবিত্র মাহে রমজানের ৩০ দিন অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। লকডাউনের মধ্যে অসহায় গরীব দুঃখী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা চলমান রয়েছে। আগামী দিনগুরো এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেইসাথে করোনা থেকে বাঁচতে সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রার্থনা এবং মাস্ক ও সরকারী নির্দেশনা মেনে চলার জন্য জনগণের প্রতি আহবান জানান ডাবলু সরকার।
এসময় সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ এর প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রোহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্য নিবার্হী কমিটির সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ হোসেন, সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার।
এছাড়াও নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন, বরেন্দ্র সচেতন সমাজ এর সহ-সভাপতি আনাম ইকবাল সৌরভ, সাংগঠনিক সম্পাদক আল-আমীন ও সদস্য লিমনসহ আর অনেকে। করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে চাউল, মুরগী, ডিম, মালটা, আপেল, বেদানা, নাসপাতি, আম, চিনি, চাপাতি, কলা, পেয়ারা, লেবু ইত্যাদি। আজ সর্বোমোট ২০ টি প্যাকেট প্রদান করা হয়।