নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ভাইরাল হওয়া ভিডিও এর সূত্র ধরে বিদেশী পিস্তুলসহ ৩ যুবককে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২১ রাজশাহীর বিভিন্ন অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, একটি বন্ধ রুমের ভেতরে দুইজন ব্যক্তি অস্ত্র নাড়াচাড়া করছে এবং পরে তার পাশে থাকা আরেক ব্যক্তির হাতে অস্ত্রটি তুলে দিচ্ছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর নজরে আসে। পরে তাঁর নির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন-পিপিএম ও এস.আই গোলাম মোস্তফা তাদের ভাইরাল হওয়া ভিডিও পর্যালোচনা করে আসামীদের সনাক্ত করেন।
এরপর বোয়ালিয়া থানা পুলিশ রোববার (২৭ জুন) বিকেল সোয়া ৪ টায় অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া হতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মাহাতাব আলীর ছেলে আসামী সেলিম মুর্শেদ শাফিন (৪০)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে পুলিশকে জানান যে, ভিডিওটি নিলয় (২২) গোপনে ধারণ করে ফেসবুকে প্রচার করেছে।
আটককৃত আসামী সেলিম মুর্শেদ শাফিন এর দেওয়া তথ্যমতে ঐদিন সন্ধ্যা পৌনে ৭টায় বর্ণালীর মোড় হতে দাশপুকুর এলাকার জামাল উদ্দিনের ছেলে আসামী রানা হোসেন (৩২)কে আটক করে। এসময় তার নিকট থেকে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তুল উদ্ধার করেন পুলিশ।
পরে আটককৃত আসামী সেলিম ও রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তাদের দেওয়া তথ্যমতে ঐ দিন রাত ৮.৩৫ টায় গোদাগাড়ী থানার বিজয়নগর মোড়ে অভিযান পরিচালনা করে রবিউল ইসলামের ছেলে পিটার হোসেন (২৮)কে গ্রেফতার করে।
এছাড়াও পলাতক আসামী নিলয়কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বোয়ালিয়া থানা পুলিশ । আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, এখন খেকে এই মামলা ডিবি তদারকি করবে। এছাড়াও আসামীদের কোর্টে চালান করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।