নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সদস্যদের সার্বিক অবস্থা বিবেচনা করে একশত জন প্রতিবন্ধির মধ্যে এক হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রাজশাহী জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন।
এসময়ে তিনি বলেন, এই সরকার মানবিক সরকার। এই সরকারে আমলে কোন ব্যক্তি না খেয়ে থাকবে না। জেলা প্রশাসন থেকে এ পর্যন্ত দরিদ্র অসহায় ও বিভিন্ন সংগঠনের সদস্যদের মধ্যে এক কোটি দুই লক্ষ টাকা বিতরণ করেছেন। আগামীতেও আরো সহায়তা প্রদান করবেন বলে জানান তিনি। এছাড়াও কেউ খুব বিপদে পড়লে তাঁর সাথে যোগাযোগ করার আহবান জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারা দেশব্যাপি লকডাউন শুরু হচ্ছে। এই লকডাউনে জরুরী সেবা ছাড়া সকল প্রতিষ্ঠান ও যানবাহন বন্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাহিরে আসলে আইনশৃংখলা বাহিনীর জেরার কবলে পড়তে হবে। জরিমানাও গুনতে হতে পারে। এ জন্য লকডাউন চলাকালীন কাউকে বাড়ির বাহিরে না আসার পরামর্শ দেন তিনি। খুব প্রয়োজনে বাড়ির বাহিরে আসলে অবশ্যই মাস্ক পরার তাগিদ দেন প্রধান অতিথি।
বক্তব্য শেষে উপস্থিত একশজন প্রতিবন্ধির মধ্যে এই অর্থ প্রদান করেন। এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী, ডিডিএলজি আকতার জাহান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী আমিনুল ইসলাম ও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।