নিজস্ব প্রতিবেদক : জমি নিয়ে বিরোধের জেরে বুধবার দুপুরে রাজশাহীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হন। দাসপুকুর এলাকার মৃত সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০)। শফিক ও জয়নালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০টার দিকে জয়নাল আবেদিনের লাশ ময়না তদন্তের জন্য ািনয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ ময়নাতদন্ত শেষে বিকেলে তরা লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলার তদন্ত অফিসার (আইও) রাজপাড়ার এসআই নুরুল ইসলাম। তিনি বলেন জয়নাল আবেদীনের পরিবারের লোকজন আসলে তাদের সামনে লাশ বের করে ময়নাতদন্ত করা হয়। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নিহত শফিকুল ইসলামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শফিকুলের পরিবার থেকে কেউ না আসায় আজকে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। আগামীকাল শুক্রবার কেউ আসলে তাদের সামনে লাশ বের করে ময়নাতদন্ত করে লাশ হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে জয়নালের নামাজে জানাযা আজকে রাতে যে কোন সময় হতে পারে বলে তার আত্মীয়সূত্রে জানা যায়।
মামলা সম্পর্কে জানতে চাইলে নুরল ইসলাম বলেন, আজ রাত সাড়ে ৩টায় নিহত জয়নালের চাচা রাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৭জনকে এজাহারভূক্ত ও আরো ১০-১২জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এছাড়াও নিহত শফিকুলের স্ত্রী আজ বিকেলে রাজপাড়া থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।