সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তারেক জিয়া দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: মিনু বাংলাদেশের রাজনীতিতে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা শুরু হয়েছে: মিলন রাজশাহীতে শিল্পী ও সংস্কৃতি অধিকার পরিষদ ও বেনানাশিস’র ইফতার মাহফিল রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ইফতার ও দোয়া মাহফিল নরপিচাশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে: মিলন আছিয়া হত্যার বিচারের দাবীতে তারেক জিয়া পরিষদ’র মানববন্ধন পবায় ফসলের সঙ্গে শত্রুতা, কেটে ফেলা হলো কৃষকের ক্ষেতের পটলের গাছ রাজশাহীতে বিজ্ঞ আদালতের ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ নির্বাচন নিয়ে বর্তমান সরকার গড়িমশি করছে: মিলন পবায় মাসাউস’র আন্তর্জাতিক নারী দিবস পালন

কুয়েত মৈত্রী-কুর্মিটোলা-ঢামেক-মুগদা ও সোহরাওয়ার্দী হাসাপাতালে ফাঁকা নেই আইসিইউ

  • প্রকাশ সময় শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৯৯ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: করোনার রোগী শনাক্তের ঊর্ধ্বগতি এবং টানা ষষ্ঠ দিনের মতো মৃত্যু সংখ্যা একশ’ ছাড়িয়েছে। এর মাঝেই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকার অন্যতম পাঁচটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র ( আইসিইউ) ফাঁকা নেই। এই পাঁচটি হাসপাতালের সবগুলো আইসিইউ বেডেই রোগী ভর্তি আছে।

আজ শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিটের ২৬ বেড, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ বেড, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২০ বেড এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ বেডের সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে, কোনও বেডই ফাঁকা নেই।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রোগী সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে হাসপাতালগুলোতে এখনও কিছুটা বেড ফাঁকা থাকলেও সেটা ক্রমেই রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে। আর সংক্রমণ এইভাবে বাড়তে থাকলে রোগী সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। রাজধানী ঢাকার করোনা ডেডিকেটেড অন্য হাসপাতালগুলোর আইসিইউ বেডে রোগী বাড়তে শুরু করেছে।

এর মধ্যে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬ আইসিইউ বেডের মধ্যে ৮টি, সরকারি কর্মচারী হাসপাতালের ৬টি বেডের একটি, রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫ বেডের ২টি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ১০ বেডের ৪টি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ২০ বেডের মধ্যে ৩টি এবং ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ২১২টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা রয়েছে ১০২টি বেড।

রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া সরকারি ও স্বায়ত্তশাষিত ১৬টি হাসপাতালে মোট ৩৮৪টি আইসিইউ বেডের মধ্যে এই মুহূর্তে ফাঁকা রয়েছে ১২৭টি বেড। অপরদিকে, রাজধানীতে বেসরকারি ২৮টি হাসপাতালে আইসিইউ বেড রয়েছে ৪৪১টি। এসব হাসপাতালে বর্তমানে বেড ফাঁকা রয়েছে ২৫৫টি।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin