আন্তর্জাতিক ডেস্ক : বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ পরকীয়া সম্পর্ক রয়েছে এমন সন্দেহে স্ত্রীর পায় শিকল দিয়ে বেঁধে রেখে তিন মাস নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায়।
এ ঘটনায় পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে জেলার লালগড় গ্রাম পঞ্চায়েতে এক গৃহবধূকে হোলির পর থেকে শিকল দিয়ে বেঁধে রেখেছে তার স্বামী। এরপর অভিযান চালানো হয়। পরে তাকে উদ্ধার করে পুলিশ। তবে তার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
চল্লিশ বছর বয়সী ওই গৃহবধূর অভিযোগ, বৃদ্ধা মার কাজে সাহায্য করার জন্য প্রায়ই হিংলাটে যেতেন তিনি। সেখানে তার স্বামী প্রায়ই মত্ত অবস্থায় আসতেন। বাবার বাড়ির লোকদের সামনেই তাকে মারধর করতেন। স্বামীর সন্দেহ ছিল তার কোনো পরকীয়া সম্পর্ক রয়েছে। এ কারণে মারধর আরও বাড়তে থাকে।
ওই গৃহবধূ পুলিশকে আরও জানিয়েছে, মারধরের পর একদিন তার শ্বশুরবাড়ির লোকরা তাকে নিয়ে যান। একটি ঘরে ঢুকিয়ে প্রায় ৩০ কেজি ওজনের একটি শিকলে বেঁধে বন্দী করেন তাকে। সেখানে তিন মাস রাখা হয়েছে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাচ্ছে। সূত্র : আনন্দবাজার