নিজস্ব প্রতিবেদক: জমি নিয়ে বিরোধের জেরে বুধবার (৩০জুন) দুপুরে রাজশাহীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মৃত সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) নিহত হন। শফিকুল রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শফিকুলের লাশের ময়নাতদন্ত শুরু হয়ে দুপুর ২.৩০টার দিকে শেষ হয়। ময়নাতদন্ত শেষ হলে তার লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শফিকুলের মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মোতালেব হোসেন।
এদিকে শফিকুলের নামাজে জানাযা আজ বাদ আসর মহিষবাথান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় হাজার মানুষের ঢল নামে। জানাযা শেষে তাঁকে মহিষবাথান কবরস্থানে দাফন করা হয়। এসময়ে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকমী, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মী, সহকর্মী, এলাকাবাসী ও আত্মীয়স্বজনসহ হাজারো মানুষ জানাযায় অংশ নেন। পুরো মাঠে জায়গা না পেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে জানায়ায় অংশগ্রহন করেন। দাফন শেষে তার ও অন্যান্য মৃতব্যক্তির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজত করা হয়।