স্পোর্টস ডেস্ক : এক টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়ে অবস্থান করছে বাংলাদেশ দল। আগামী ৭ জুলাই শুরু হবে সফরের একমাত্র টেস্ট। তার আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে মুমিনুল হক নেতৃত্বাধীন দলটি।
শনিবার (৩ জুলাই) তাকাসিংঘা স্পোর্টস ক্লাবে বাংলাশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে সিলেক্ট একাদশ। হারারের এই মাঠে প্রথমে ব্যাট করছে সফরকারীরা।
প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশ করা স্কোয়াডে নাম নেই তামিম ইকবাল, মুশফিকুর রহিমের। দুই জনই ঢাকা প্রিমিয়ার লিগে চোট পাওয়ায় বিশ্রামে ছিলেন।
টাইগারদের হয়ে এদিন ওপেন করতে নামেন সাদমান ইসলাম অনিক ও সাইফ হাসান।
বাংলাদেশ দল
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।