বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

যেভাবে দেখতে পাবেন আর্জেন্টিনা-ইকুয়েডর লড়াই

  • প্রকাশ সময় শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২০৯ বার দেখা হয়েছে
copa america argentina vs ecuador live, messi, rtv online

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার বিগ ম্যাচে নামবে লিওনেল মেসিরা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। সেমিফাইনাল নিশ্চিতে গোইয়ানিয়ার পেদ্রো লুডোভিকো অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

জয়ের ক্ষুধায় মরিয়া আর্জেন্টিনা। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও, ছাড় দিতে নারাজ ইকুয়েডর।

কোপার শিরোপা প্রত্যাশী দল আলবেসিলেস্তেরা। আসরের শুরুটা হয়েছে সাদামাটা। চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করে। এরপর টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তারা। লিওনেল মেসির নৈপুণ্যে শেষ ম্যাচে তারা ৪-১ গোলে ভাসিয়েছে বলিভিয়াকে।

ক্লাবের হয়ে লিও মেসি জিতেছেন সম্ভাব্য সবকিছু। তবে দেশের জার্সিতে শিরোপা শূন্য এই ফুটবল যাদুকর। কোপায় বন্ধাত্ব ঘোচানোর দারুণ সময়। তার আগে শেষ আটে পেরুতে হবে ইকুয়েডর বাধা।

অতীত রেকর্ড বলছে কাজটা কঠিন নয়। দুই দলের ৩৬ দেখায় আর্জেন্টিনার ২১টা জয়। ইকুয়েডর জিততে পেরেছে কেবল পাঁচবার। বাকি ১০টি ম্যাচ ড্র হয়েছে। তবে পরিসংখ্যান যে সবসময় কথা বলে না, তা ভালোই জানা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির।

এদিকে আর্জেন্টিনাকে ফেভারিট মানলেও, ছাড় দিতে নারাজ ইকুয়েডর। নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করেছে দলটি। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় তারা।

ম্যাচটি শুরু হবে রোববার (৪ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায়। সরাসরি সম্প্রচার সনি সিক্স ও সনি টেন-২। অনলাইনে বেস্ট বায়োস্কোপের ওয়েবসাইটে দেখা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin