গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ২০ হাজার টাকার জাল নোটসহ এক যুবক প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)সদস্যরা।
রবিবার (৫ জুলাই) রাতে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডারের নেতৃত্বে শনিবার (০৪ জুলাই) বিকাল ৫ টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকায় অপারেশন পরিচালনা করে জাল টাকাসহ এই যুবককে আটক করা হয়।
আটককৃত যুবক হলেন মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া গ্রামের মোঃ বাবর আলীর ছেলে মোঃ আতিউল ইসলাম @ নছিব (২০)।
উজানপাড়া বাইপাস গ্রামের মাদক সিন্ডিকেটের জাল টাকার সাথে জড়িত এ বিষয়ে কিছু লোক তাদের নাম প্রকাশ করতে অনিচ্ছুক হলেও এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায় যে সে এই অপকর্মের সাথে অনেকদিন ধরে জড়িত ছিল।
অভিযানে আটক আসামির হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যের ২০টি জাল নোটসহ ১ টি মোবাইল, ০২ টি সীমকার্ড, ০১ টি মেমোরিকার্ড জব্দ করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব-৫।